ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অমল মিত্র’র মৃত্যুতে ওবায়দুল কাদের এমপি’র শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, মে ৮, ২০২৩
অমল মিত্র’র মৃত্যুতে ওবায়দুল কাদের এমপি’র শোক ...

চট্টগ্রাম: একাত্তরের মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহরের দুর্ধর্ষ গেরিলা অভিযান পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

সোমবার (৮ মে) শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র (৭২) গত রোববার (৭ মে) বিকেল ৪টা ৩ মিনিটে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন লাল সবুজের পতাকায় রাষ্ট্রীয় সম্মান ও সিএমপির একটি চৌকস টিম তাঁকে গার্ড অব অনার দেয়।

রাতে বলুয়ার দীঘির অভয়মিত্র শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হয়।  

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র’র বাড়ি আনোয়ারা উপজেলায়। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মে ৮, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।