ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তিন মামলায় ৬ দিনের রিমান্ডে নদভী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
তিন মামলায় ৬ দিনের রিমান্ডে নদভী ...

চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হওয়ার পৃথক তিনটি মামলায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

একইসঙ্গে নদভীকে ভাঙচুর ও বিস্ফোরক আইনের আরেক মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখান আদালত।

রোববার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নদভীকে আদালতে হাজির করা হয়।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, তিনটি হত্যা মামলায় রিমান্ড আবেদন ছিল। আদালত শুনানি শেষে দুইদিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আরেক একটি মামলায় নদভীকে গ্রেপ্তার দেখান আদালত।  

আদালত সূত্রে জানা যায়, নগরের চান্দগাঁও এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ১৮ জুলাই গুলিতে আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া। এই মামলায় নদভীর ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।  

একই থানার ও একইদিন নগরের চান্দগাঁও ওয়াপদা এলাকায় মোহাম্মদ সাইমন হত্যা মামলায় নদভীর রিমান্ডের আবেদন করা হলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৫ আগস্ট নগরের  ডবলমুরিং মনসুরাবাদ এলাকায় মো.আলম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হওয়ার মামলায় নদভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে নগরের সদরঘাট থানার ভাঙচুর ও বিস্ফোরক আইনের পৃথক এক মামলায় নদভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান।

গত ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেখান থেকে গত ১২ জানুয়ারি তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।