ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সম্পদের তথ্য গোপন, সাবেক পুলিশ কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মে ৮, ২০২৩
সম্পদের তথ্য গোপন, সাবেক পুলিশ কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে মামলা ...

চট্টগ্রাম: সিএমপি’র সাবেক সহকারী কমিশনার  এ বি এম শাহাদাত হোসেন মজুমদার ও তার স্ত্রী রাজিয়া সুলতানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এনামুল হক বাদী হয়ে রোববার (৭ মে) দুটি মামলা করেন।

মামলায় দুজনের বিরুদ্ধে ১ কোটি ৮৮ লাখ টাকার সম্পদ অর্জন সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর সম্পদের তথ্য দুদকে দাখিল করেন এই দম্পতি।

কিন্তু এ বি এম শাহাদাত হোসেন ১৮ লাখ ৩২ হাজার ৫২২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। এ ছাড়া তাঁর মালিকানাধীন মার্কেটের নির্মাণ ব্যয় কম দেখিয়ে ৬৮ লাখ ১৮ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ অসংগতিপূর্ণভাবে অর্জন করেছেন। এছাড়া তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা চৌধুরী ২৭ লাখ ১ হাজার ৮০৪ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। পাশাপাশি ৭৫ লাখ ২৬ হাজার ৪৪৮ টাকা মূল্যের সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন।  

ফেনীর ফুলগাজী থানার বাসিন্দা এ বি এম শাহাদাত হোসেন মজুমদার সহকারী পুলিশ সুপার হিসেবে অবসরে নেন। চট্টগ্রামের হালিশহর চুনা ফ্যাক্টরী এলাকায় তাঁর বাড়ি ও মার্কেট রয়েছে।  

দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. নাজমুচ্ছাদাত জানান, প্রাথমিক তদন্তে সম্পদের তথ্য গোপন করা এবং জ্ঞাত উৎস থেকে অবৈধভাবে অর্থ অর্জনের প্রমাণ মিলেছে। তাই ওই দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ৮, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।