ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মে ১৭, ২০২৩
কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার  ...

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার একটি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো.মফিজ উল্ল্যাহ প্রকাশ মফিজ আলমকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।  

মঙ্গলবার (১৬ মে) রাত দশটার দিকে নগরের বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মফিজ উল্ল্যাহ প্রকাশ মফিজ আলম কর্ণফুলী থানার চরলক্ষ্যা গোয়ালপাড়ার উকিল আহমেদের ছেলে।  

সিএমপি গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন জানান, পাঁচলাইশ থানার একটি মামলায় মো.মফিজ উল্ল্যাহ প্রকাশ মফিজ আলমকে ৩ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

রায়ের পর থেকে মো.মফিজ উল্ল্যাহ পলাতক ছিলেন। মঙ্গলবার রাত দশটার দিকে বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩৩০  ঘণ্টা, মে ১৭, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।