ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১৬২১ জন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মে ২০, ২০২৩
চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১৬২১ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯০ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী।  

শনিবার (২০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. হেলাল উদ্দিন নিজামী।

‘সি’ ইউনিটে ১৭ হাজার ৩৮২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৭৬১ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৯০ দশমিক ৬৭ শতাংশ।

অনুপস্থিত ছিলেন ১ হাজার ৬২১ জন। অনুপস্থিতির হার ৯ দশমিক ৩৩ শতাংশ।  

এছাড়া আগামীকাল (২১ মে) ‘সি’ ইউনিটের অধীনে সি-১ ও সি-২ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ২ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ২০, ২০২৩
এমএ/টিসি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।