ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভূমিসেবা সপ্তাহ, রাউজানে হাতে-কলমে প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মে ২৪, ২০২৩
ভূমিসেবা সপ্তাহ, রাউজানে হাতে-কলমে প্রশিক্ষণ ...

চট্টগ্রাম: ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে রাউজানের সর্বস্তরের মানুষকে নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে খাজনা প্রদানের জন্য ইউজার আইডি খোলার পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বুধবার (২৪ মে) সকালে রাউজান উপজেলা পরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার।

রাউজান উপজেলার ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, মসজিদের ইমাম ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এ সভা অনুষ্ঠিত হয়।  

এসময় অংশীজন হিসেবে শিক্ষক সমাজকে ই-নামজারি আবেদন প্রক্রিয়া ও অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ইউজার আইডি খোলার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ২৪, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।