ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুকুর ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মে ২৫, ২০২৩
পুকুর ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করায় হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়নে দুই ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (২৪ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।

 

জানা গেছে, বুড়িশ্চর মৌজার ১১৬৬৬ নম্বর দাগস্থিত ভূমির শ্রেণি ৬৪ শতক পুকুরটির অংশবিশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনের সময় ভরাট অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে অভিযুক্তদের চিহ্নিত করেন তিনি।

পরে অভিযান পরিচালনা করে পুকুর ভরাটের দায়ে মিজানুর রহমানকে ১ লাখ টাকা ও জামশেদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী এ জরিমানা আরোপ করা হয় এবং ডিসিআর মূলে তা আদায় করা হয়। এছাড়া দুইজনকে আগামী ৭ দিনের মধ্যে নিজেদের খরচে ভরাটকৃত পুকুর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদ হোসেন, হাটহাজারী মডেল থানার একটি টিম ও স্থানীয়রা।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, পরিবেশের জন্য হুমকি তৈরি করে পুকুর, নদী, জলাশয় ভরাট কিংবা পাহাড় কর্তনের বিষয়ে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে হাটহাজারীতে কোন ধরনের জলাশয় ভরাট করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবার সচেতন হওয়া জরুরি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মে ২৫, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।