ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে ভোটার উপস্থিতি কম, নেই প্রার্থীদের অভিযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মে ২৫, ২০২৩
সন্দ্বীপে ভোটার উপস্থিতি কম, নেই প্রার্থীদের অভিযোগ  ...

চট্টগ্রাম (সন্দ্বীপ থেকে): সন্দ্বীপে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও ভোটার উপস্থিতি নেই।

বেশিরভাগ ভোটকেন্দ্র ফাঁকা। নেই প্রার্থীদের অভিযোগ।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ার প্রত্যাশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।  

সকাল সাড়ে দশটার দিকে ৪৯ নম্বর মুছাপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার লাইন একেবারে ফাঁকা। কয়েক মিনিটি পর পর দু-একজন ভোট দিতে আসছেন। ফলে অলস সময় পার করছেন পোলিং কর্মকর্তারা। একই চিত্র প্রত্যেক ভোট কেন্দ্রে।

৪৯ নম্বর মুছাপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল হালিম তুষার বাংলানিউজকে বলেন, ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে। আটটি বুথে ৩ হাজার ৬২৮ ভোটের মধ্যে পড়েছে ১৪০টি ভোট।

সকাল পৌনে এগারোটার দিকে মুছাপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা রাশেদ ছোবহান চৌধুরী বাংলানিউজকে বলেন, ২ হাজার ৩৮০ ভোটের মধ্যে পাঁচটি বুথে ১৪০টি ভোট পড়েছে। কোন অভিযোগ কেউ করেনি। প্রত্যেক প্রার্থীর এজেন্ট রয়েছে।  

সোয়া এগারোটার দিকে মুছাপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মো.নাছির উদ্দীন বাংলানিউজকে বলেন, আমার কেন্দ্রে পাঁচটি বুথ রয়েছে। তবে ভোটার উপস্থিতি খুবই কম। এই কেন্দ্রে আড়াই হাজার ভোটার রয়েছে। ভোট পড়েছে ৫০টির মতো।

সাউথ সন্দ্বীপ হাইস্কুলে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ছালাউদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, আমার কেন্দ্রে ভোট আছে ৪ হাজার ১০৯ জন। দুই ঘণ্টায় পড়েছে দুইশ ভোট।  

১৫টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে সন্দ্বীপ উপজেলা পরিষদ গঠিত। উপজেলার মোট ৮৬টি কেন্দ্রে ৫৭২টি বুথ রয়েছে। ভোটার সংখ্যা ১ লাখ ২১ হাজার ৭৩৫ জন পুরুষ এবং ১ লাখ ১৭ হাজার ৮৭৫ জন নারী।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪ প্রার্থী। তারা হলেন-নৌকা প্রতীক নিয়ে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন, মশাল প্রতীক নিয়ে জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও দোয়াত প্রতীক নিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মশিউর রহমান বেলাল।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো.আরিফ বাংলানিউজকে বলেন, সকাল থেকে সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। প্রার্থীদের কোনও অভিযোগ নেই।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।