ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাঁতার কমিটি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ২৫, ২০২৩
চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাঁতার কমিটি 

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় অংশগ্ নিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৪ মে) রাতে নগরের আইস ফ্যাক্টরী রোডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ।

সভায় সর্বসম্মতিক্রমে আরপিএস লজিস্টিক ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রুমেল বডুয়া রাহুলকে চেয়ারম্যান, মেসার্স কিষান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নুরুল আনোয়ার রিমনকে সিনিয়র ভাইস চেয়ারম্যান, আরএন ইন্টারন্যাশনালের পরিচালক মো. নোবেল  হককে সম্পাদক করে ২৪ সদস্যের এ সাঁতার কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্য সদস্যরা হলেন, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম, মো. রায়হান উদ্দিন, তমাল বডুয়া, মো. জুয়েল, মো. আসিফুল হাসান আরমান, পরিচালক শহীদুল ইসলাম রিয়াদ, মো. সাদ্দাম হোসেন, আলামিন হোসাইন, শাখাওয়াত হোসেন জিহান, মো. মারুফ হোসাইন, মো. তানভির ছিদ্দিকী, মো. ইরফান তাজওয়ার, ইব্রাহিম জুয়েল, রাফি ভূইয়া, শামসুদ্দোহা, অর্কিড দত্ত, অর্ণব দাশ, মেহেদী হাসান প্রেম, শাহেদ আলী, শিপু বডুয়া, রেজাউল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা,  মে ২৫, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।