ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযান, জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মে ২৬, ২০২৩
হালদায় অভিযান, জাল জব্দ  ...

চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান পরিচালনা করে এক হাজার মিটার চরঘেরা জাল ও পাঁচটি মশারীর ঠ্যালা জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২৬ মে) হালদা নদীর কচুখাইন ও হালদা নদীর মোহনা এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়।

 

রামদাশ মুন্সির হাট হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহফুজুল হাসান বাংলানিউজকে বলেন, নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনের নির্দেশনায় হালদা নদীতে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়েছে। হালদা নদীর জীববৈচিত্র্য সুরক্ষায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ২৬, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।