ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্র-শিক্ষকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আদর্শ জাতি গঠন করতে পারে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মে ২৭, ২০২৩
ছাত্র-শিক্ষকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আদর্শ জাতি গঠন করতে পারে

চট্টগ্রাম: নগরের আইস ফ্যাক্টরী রোডে স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাওহীদুল উম্মাহ মাদরাসায় হিফজ ছাত্রদের পাগড়ি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৬ মে)  সন্ধ্যায় এ পাগড়ি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও এস এ ফ্যামিলির কর্ণধার মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়ার আল জামেয়া আল ইসলামিয়ার মহাপরিচালক হাফেজ মাওলানা মুফতি ওবায়দুল্লাহ হামজাহ।
 

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাওহীদুল উম্মাহ মাদরাসার মুহতামিম হাফেজ মো. ওমর ফারুক, আল হামিম ইনস্টিটিউটের অধ্যক্ষ আরিফুল ইসলাম, স্টেশন কলোনী সমাজের সভাপতি জহির উদ্দিন আহমেদ, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রকিবুল আলম সাজ্জি, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন, নাজিম উদ্দিন চৌধুরী (এ্যানেল),  শিক্ষা পরিচালক মুহাম্মদ আব্দুল হামিদ, হিফজ বিভাগের সিনিয়র শিক্ষক হাফেজ মো. শহিদুল আলম, সিনিয়র শিক্ষক মো. লোকমান হাকিম প্রমুখ।  

প্রধান অতিথি বক্তব্যে মাওলানা মুফতি ওবায়দুল্লাহ হামজাহ বলেন, একজন আদর্শ শিক্ষক ডাক্তারের ভূমিকা পালন করবেন। শিক্ষার্থীদের সমস্যা নিরূপণ করতে পারলে সঠিক পাঠদান করা সহজ ও ফলপ্রসূ হবে।

সভাপতির বক্তব্যে এস এ ফ্যামিলির কর্ণধার মোহাম্মদ শাহ আলম বলেন, মাদরাসায় অধ্যয়নরত একেকজন ছাত্রকে সমাজের রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আধুনিক নৈতিকতাবোধ সম্পন্ন জাতি গঠনে আমাদের এ প্রয়াস।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।