ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনীয়ায় তৃতীয়বার সেরা অধ্যক্ষ হলেন পীরজাদা আহসানুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মে ২৭, ২০২৩
রাঙ্গুনীয়ায় তৃতীয়বার সেরা অধ্যক্ষ হলেন পীরজাদা আহসানুল

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলায় তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন রাজানগর রাণীরহাট কলেজের অধ্যক্ষ এম আহসানুল করিম পীরজাদা। শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে তাঁকে সেরা অধ্যক্ষ নির্বাচিত করা হয়।

এর আগে ২০১৯ ও ২০২২ সালেও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন তিনি।  

আহসানুল করিম পীরজাদা ১৯৬৩ সালের ১৬ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতা মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী ছিলেন সরকারি চাকরিজীবী।  

১৯৯৩ সালে রাঙ্গুনিয়া রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজে ইসলামের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৮ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। কলেজের ছাত্র উপদেষ্টা ও পরে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তাঁর গবেষণাধর্মী গ্রন্থ ‘কালের আয়নায় মির্জাপুর’প্রকাশিত হয়।  

পেশাগত জীবনে এম আহসানুল করিম টানা ১৭ বছর গভর্নিং বডির নির্বাচিত শিক্ষক প্রতিনিধির দায়িত্ব পালন ছাড়াও শিক্ষক পরিষদের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০১৮ সালে কলেজের অধ্যক্ষ পদে যোগদানের পর থেকে নিরলস শ্রম-ত্যাগে কলেজের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।  

কলেজ পরিচালনা পরিষদের নিঃস্বার্থ সহযোগিতা নিয়ে নিবেদিত প্রাণ এম আহসানুল করিম পীরজাদা আজীবন শিক্ষা, সংস্কৃতি, সমাজকল্যাণ ও শিক্ষকদের মর্যাদা এবং ভাবমূর্তি রক্ষায় আরও নিবেদিত প্রাণ হয়ে উঠবেন এমন প্রত্যাশা কলেজের সকল শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।