ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে: ডা. শাহাদাত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মে ২৭, ২০২৩
আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে: ডা. শাহাদাত

চট্টগ্রাম: মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন,আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই। তাই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ভয় পায়।

নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনে তাদের যত ভয়। কারণ নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না।
এদেশের জনগণ তাদেরকে  ভোট দিবে না। আওয়ামী সরকার বিগত ১৪ বছরের জনগণের টাকা লুটপাট করেছে। লুটপাট করে  ব্যাংক খালি করেছে। দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে।  

শনিবার (২৭ মে) বিকালে দলীয় কার্যালয় নাছিমন ভবনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে রোববার (২৮ মে) কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠন নিয়ে প্রস্ততি সভায় এসব কথা বলেন।

আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গতকাল খাগড়াছড়িতে যাওয়ার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়ি বহরে হামলা করা হয়েছে। আমরা আজকের সমাবেশ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম. নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ ও বিএনপি নেতা মনজুর আলম মঞ্জু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।