ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, জুন ৩, ২০২৩
বাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু ...

চট্টগ্রাম: বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা গ্রামে জমির বিরোধ নিয়ে বাগবিতণ্ডার জেরে প্রতিপক্ষের হামলায় মো. কায়সার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

শুক্রবার (২ জুন) রাত ৮টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের একরাম মিয়া ঘাটা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

মো. কায়সার স্থানীয় ওমর আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মো. আকবর (৩৫), আকবরের পিতা আলম নুর (৫৫) এবং মেজবাহ উদ্দিন (১৯) নামের ৩ জনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, ওমর আলীর সাথে ফরিদুল আলমের জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে ফরিদুলের লোকজন কায়সারকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, নিহত মো. কায়সার ইতিপূর্বে মামলায় আটক হয়ে ৩ মাস জেল খেটে কিছুদিন পূর্বে মুক্ত হন।  

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে, অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুন ০৩, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।