ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘শিক্ষায় সর্বস্তরে গুণগতমান ও পরিবেশ নিশ্চিত করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জুন ৭, ২০২৩
‘শিক্ষায় সর্বস্তরে গুণগতমান ও পরিবেশ নিশ্চিত করতে হবে’ ...

চট্টগ্রাম: শিক্ষাক্ষেত্রে মানসম্মত শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। শিক্ষকদের মধ্যে সমন্বয় থাকতে হবে।

শিক্ষায় বিভাজন থাকতে পারে না। সাম্য ও সমতা জোরদার করতে হবে।
শিক্ষায় নানা স্তরে গুণগতমান ও পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই সার্থকতা গড়ে উঠবে। এ ছাড়া কারিগরি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে সত্যিকার গুণগতমান নিশ্চিত করা গেলেই শিক্ষায় সুফল আসার সম্ভাবনা তৈরি হতে পারে।  

জেএসইউএস ও গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালনোপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা এসব কথা বলেন।  

‘ন্যায্যতা ভিত্তিক বিনিয়োগ: শিক্ষায় অর্থায়নে ঔপনিবেশিকতার অবসান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (৬ জুন) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের ‘গ্যালারি হলে’ জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. গাজী গোলাম মওলা, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. সৈয়দ মোক্তার হোসেন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দিন শিশির, ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দীন।  

ড. গাজী গোলাম মওলা বলেন, শিক্ষকদের সৃজনশীল করতে না পারলেও শিক্ষার্থীদের সৃজনশীল করতে পেরেছি। বছর দশেক আগে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা থেকে আমরা সরে এসেছি। শিক্ষকদেরও মানোন্নয়ন ঘটেছে। করোনাকালীন প্রযুক্তিগত দিক দিয়ে আমরা তার সুফল পেয়েছি।  

বক্তব্য দেন স্বপ্নচাষি স্কুলের পৃষ্ঠপোষক নেছার আহমেদ খান, স্বপ্নিলের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শিকদার, পার্কের প্রধান নির্বাহী নজরুল ইসলাম মান্না, জিকেকের প্রধান নির্বাহী মো. পারভেজ, প্রধান শিক্ষক এম মাকসুদুল ইসলাম, রিংকু ভট্টাচার্য, এসডিজি ইয়ুথ ফোরাম সভাপতি নোমান উল্লাহ বাহার প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন জেএসইউএসের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মনজুর মোরশেদ, জেএসইউএস সহ সভাপতি ও সাংবাদিক বিপুল বড়ুয়া, প্রোগ্রাম সুপারভাইজার নাসরিন আক্তার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জুন ৭, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।