ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে মোবাইল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুন ৮, ২০২৩
চবিতে মোবাইল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের আয়োজন করেছে মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম গো গ্লোবাল।

বৃহস্পতিবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভার্চুয়াল ক্লাস রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডয়েচেভেলের রিসার্চ ফেলো  ও গো গ্লোবাল এর কো-ফাউন্ডার মো. নঈম উদ্দীন, ডেইলি সানের সাংবাদিক খাইরুল আনোয়ার কানন।  

এছাড়া প্রশিক্ষণে ভারত থেকে ভার্চুয়ালি যুক্ত হন গো গ্লোবালের কো-ফাউন্ডার যাওয়াদ হোসাইন।

দুই পর্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্বে মোজোর তাত্ত্বিক বিষয় এবং শেষ পর্বে ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

গো গ্লোবালের কো-ফাউন্ডার মো. নঈম উদ্দীন বলেন, মোবাইলের বিভিন্ন ফিচার ভালোভাবে কাজে লাগিয়ে তথ্য খুব সহজে সাধারণ মানুষের মাঝে উপস্থাপন করা যায়। প্রশিক্ষণের এ শিক্ষা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ৮, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।