ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পংকজ ভট্টাচার্যের নাগরিক স্মরণসভা শনিবার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ৮, ২০২৩
পংকজ ভট্টাচার্যের নাগরিক স্মরণসভা শনিবার  ...

চট্টগ্রাম: মুক্তিযূদ্ধের সংগঠক, ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার, ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পংকজ ভট্টাচার্যের নাগরিক স্মরণসভা শনিবার (১০ জুন) বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে।  

স্মরণসভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহআলম, মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, শিক্ষাবিদ অধ্যাপক রনজিত দে এবং ঐক্য ন্যাপ নেতা আসাদুল্লাহ তারেক।

সভাপতিত্ব করবেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন।

স্মরণসভায় প্রয়াতের সহযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল অসাম্প্রদায়িক, প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সংগঠকদের উপস্থিত থাকার অনুরোধ করেছেন ‘পংকজ ভট্টাচার্য নাগরিক স্মরণসভা পরিষদ’র আহ্বায়ক আবুল মোমেন ও সমন্বয়কারী অশোক সাহা।

উল্লেখ্য, ৮৩ বছর বয়সী বামপন্থী রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য গত ২৩ এপ্রিল রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ৮, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।