ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাসায়নিক পরিবহনে সতর্কতাসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুন ৮, ২০২৩
রাসায়নিক পরিবহনে সতর্কতাসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি ...

চট্টগ্রাম: কারখানা থেকে রাসায়নিক পরিবহনে সতর্কতাসহ সাত দফা দাবি জানিয়েছে নগরের দক্ষিণ পাহাড়তলীর ফতেয়াবাদ ডিগ্রি কলেজ রোডের বাসিন্দারা।

বৃহস্পতিবার (৮ জুন) স্থানীয় কাউন্সিলর গাজী শফিউল আজিমের কাছে দেওয়া স্মারকলিপিতে এই দাবি জানান তারা।

 

স্মারকলিপিতে বলা হয়, সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে গত বছরের জুনে ভয়াবহ বিস্ফোরণে ৫১ জনের মৃত্যুর পর কলেজ রোডের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। কারণ বিস্ফোরণ হওয়া হাইড্রোজেন পার অক্সাইড রাসায়নিক তৈরির কারখানা কলেজ রোডের ঠাণ্ডাছড়িতে অবস্থিত।

রাসায়নিকগুলো পরিবহনে সতর্কতা নেওয়া হয়। যার ফলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া কনটেইনার পরিবহনে আরও সতর্কতা অবলম্বন করা। ওই রোড ছোট এবং আবাসিক এলাকা হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাসায়নিক কারখানাটি অন্যত্র স্থানান্তর করা। রাতের বেলায় ভারি যানবাহন চলাচল করা। দিনের বেলায় বেপরোয়া গতিতে বড় গাড়ি চলার কারণে স্কুল, কলেজ কলেজ ও মাদ্রাসার  শিক্ষার্থীরা সড়ক দিয়ে চলাচল করতে পারেন না। ঠাণ্ডাছড়ি থেকে কলেজ রোডের মুখ পর্যন্ত লাইন ম্যান দেওয়া। যাতে ওই সড়কে যানজটের সৃষ্টি না হয়। প্রায়ই যানজটের কারণে অসুস্থ অনেক রোগীর গাড়ি হাসপাতালে যেতে বিলম্ব হয়।  

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম, গাজী মঈনুদ্দীন, গাজী ফিরোজ শিবলী, গাজী তৈয়ব, এমজে কিবরিয়া, গাজী আক্কাস, মো. সিরাজ, মো. মানিক, গাজী রুবায়েত প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ৮, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।