ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় পান বিক্রেতাকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুন ৯, ২০২৩
পতেঙ্গায় পান বিক্রেতাকে পিটিয়ে হত্যা ...

চট্টগ্রাম: পতেঙ্গায় খাবারের দোকানি ও তার কর্মচারীর মারধরে মো. আলমগীর নামের এক ভাসমান পান-সিগারেট বিক্রেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে পতেঙ্গার চরপাড়া সৈকত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. আলমগীরের বয়স ৫০ বছর। তিনি চরপাড়া এলাকার বাসিন্দা।
বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটায়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব হোসাইন বলেন, চরপাড়া সৈকত এলাকার এক ভাতের হোটেল মালিকের সঙ্গে আলমগীরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় ওই হোটেল মালিক ও তার কর্মচারি মিলে আলমগীরকে মারধর করেন। পরে তিনি জ্ঞান হারালে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। মরদেহ মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ৯, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।