ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিল্পকলায় ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুন ১০, ২০২৩
শিল্পকলায় ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্র প্রদর্শনী ...

চট্টগ্রাম: শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে শিল্পী এ্যালেন অনিক ভট্টাচার্যের পরিকল্পনায় ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

বাসব শীল এর সভাপতিত্বে এবং উপস্থাপিকা দিলরুবা খানম এর সঞ্চালনায় এ আয়োজনে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ খায়রুল ইসলাম ককসি, ফটো সাংবাদিক বিশ্বজিৎ রঞ্জন দত্ত, মো. ইসমাইল, মারুফুল ইসলাম মারুফ, যুবায়ের হোসেন অভি, তানবির বিন হাসান, বিভো দেবনাথ, মাকসুদুর রহমান, মো. শোয়েব, সৈয়দ সুলতান ফাহিম, হারুনুর রশিদ শামিউল, ইফতেখার উদ্দিন ইফতি, বিনয় দে, রুবি আক্তার, পলাশ চক্রবর্তী, প্রান্তি ভট্টাচার্য, শাফায়েত, চন্দ্রিকা ভৌমিক, তানজুম মুন্সি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ১০, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।