ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে জাহাজের পাখায় আটকে ছিল অজ্ঞাত নারীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুন ১০, ২০২৩
কর্ণফুলীতে জাহাজের পাখায় আটকে ছিল অজ্ঞাত নারীর মরদেহ

চট্টগ্রাম: কর্ণফুলীতে জাহাজের পাখায় আটকে থাকা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ।  

শনিবার (১০জুন) দুপুরে বাকলিয়া মন্দিরঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বাংলানিউজকে জানান, কর্ণফুলী নদীতে এমভি হাসিব নামে একটি জাহাজের নিচে পাখার সঙ্গে লেগে থাকা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর হবে।

ধারণা করছি কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় শনাক্তের চেস্টা চলছে।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুন ১০, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।