ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেবরের বিরুদ্ধে মিথ্যা মামলা করে কারাগারে ভাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ১১, ২০২৩
দেবরের বিরুদ্ধে মিথ্যা মামলা করে কারাগারে ভাবি ছবি প্রতীকী

চট্টগ্রাম: দেবরের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় আদালতে দেবরের মামলায় ভাবি রিপনা আক্তারকে (২২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

 রোববার (১১ জুন) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এর আদালত এ আদেশ দেন।

 রিপনা আক্তার, ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকার মো. ইব্রাহিম খলিলের মেয়ে।  

আদালতের বেঞ্চ সহকারী মো. কফিল উদ্দীন বাংলানিউজকে বলেন, ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে ভাবির করা মামলায় দুইটি তদন্তকারী সংস্থা তদন্ত করে কোন ধরণের ধর্ষণের অভিযোগ পায়নি।

মিথ্যা মামলা করায় ভাবির বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করেছিল দেবর। দেবরের মামলায় আদালতে ভাবি জামিন আবেদন করেছিল। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।  

মামলার নথি থেকে জানা যায়, মামলার বাদী মিল্লাত হোসেন ও আসামি রিপনা আক্তার সম্পর্কে দেবর-ভাবি। ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ ২০১৮ সালে মামলা করেন ভাবি রিপনা আক্তার। মামলা নম্বর ১১২৪/২০১৮ । কিন্তু ডিএনএ টেষ্টে ধর্ষণের প্রমাণ পায়নি দেবরের বিরুদ্ধে। মিথ্যা মামলা করার অভিযোগে ভাবি রিপনা আক্তারের বিরুদ্ধে ২০২৩ সালে পাল্টা মামলা করেন দেবর মিল্লাত।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ