ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলমের মায়ের মৃত্যুতে সিইউজের শোক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলমের মায়ের মৃত্যুতে সিইউজের শোক  ...

চট্টগ্রাম: বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলমের মাতা হোসনে আরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।  

রোববার (১৮ জুন) শোক বার্তায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।

 

বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলমের আম্মা হোসনে আরা বেগম রোববার (১৮ জুন) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বাদে আসর পটিয়ার বরলিয়াস্থ গ্রামের বাড়িতে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।