ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ব্যাংকের টাকা আত্মসাৎ, কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ২১, ২০২৩
ব্যাংকের টাকা আত্মসাৎ, কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ...

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলায় ব্র‍্যাক ব্যাংক লিমিটেড জলদীর মিয়া বাজার উপশাখার ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ক্যাশ ইনচার্জ মো. হারুনুর রশিদের বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বুধবার (২১ জুন) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

হারুনুর রশিদ (২৯), চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার আবদুল মজিদের ছেলে। মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর দুদকের উপ-পরিচালক আতিকুল আলম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ব্র‍্যাক ব্যাংকের বাঁশখালী জলদী মিয়া বাজার উপশাখার সাব ব্রাঞ্চ ইনচার্জ মো. শহিদুল ইসলাম গত ৩১ মে থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্ত কর্মকর্তা হারুনুর রশিদ বিরুদ্ধে। বিভিন্ন সময়ে অবৈধভাবে ব্যাংক থেকে ১২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ধরনের অপরাধ দুদকের তফসিলভুক্ত হওয়ায় থানা পুলিশ বিষয়টি নিয়ে জিডি দায়ের করে দুদককে অবহিত করেন। পরবর্তীতে দুদক ঘটনাটি নিয়ে অনুসন্ধান করে। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার মামলাটি করে দুদুক।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ২১, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।