ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ম্যাগনেটিক পিলার বিক্রির নামে প্রতারণা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
ম্যাগনেটিক পিলার বিক্রির নামে প্রতারণা, আটক ২ ...

চট্টগ্রাম: ম্যাগনেটিক পিলার বিদেশে বিক্রির কথা বলে কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করছে প্রতারক চক্র।

বৃহস্পতিবার (২২ জুন) রাতে নগরের বন্দর থানাধীন কলসি দীঘির পাড় রেল বিট এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- জুয়েল ও আজম।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, প্রতারকরা প্রচার করেছে- ম্যাগনেটিক পিলার বিদেশে বিক্রি করা হয়েছে।

সেই টাকাগুলো বিভিন্ন ব্যাংক ও ব্যক্তির একাউন্টের মাধ্যমে দেশে আনা হবে। টাকাগুলো দেশে আনার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে চক্রটি। প্রতারক চক্রের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছেন একাধিক ব্যক্তি।  

তিনি আরও বলেন, ৪০ জনের অধিক ব্যক্তি চক্রটির প্রতারণার শিকার হয়েছে বলে প্রাথমিক তথ্য পেয়েছি। চক্রটির বিষয়ে যাচাই-বাছাই চলছে। এদের সঙ্গে আর কেউ জড়িত আছে কি-না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।  

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বাংলানিউজকে জানান, ম্যাগনেটিক পিলার বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিনজন থানায় আটক রয়েছে। তাদের মধ্যে দুইজন ম্যাগনেটিক পিলার বিক্রির নামে প্রতারক চক্রের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।  আরেকজন ভুক্তভোগী না প্রতারক, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

জানা যায়, ম্যাগনেটিক পিলার বা রাইস-পুলার পিলার  ভূমির সীমানা নির্ধারণের জন্য বসানো হয়েছিল ব্রিটিশ শাসনামলে। এর বজ্রনিরোধক শক্তিও ছিল। লোভে পড়ে মানুষ পিলারগুলো সরিয়ে নিয়েছে, ফলে দেশে বজ্রপাতে প্রাণহানিও বেড়েছে। ম্যাগনেটিক পিলার নিয়ে প্রতারণার ঘটনা ঘটছে বাংলাদেশ ও ভারতে।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ২৩, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।