ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযুদ্ধের প্রজন্ম কাউন্সিলের নতুন কমিটি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
মুক্তিযুদ্ধের প্রজন্ম কাউন্সিলের নতুন কমিটি  আবদুল মালেক খান সভাপতি, নির্বাহী সভাপতি পদে অ্যাড. সাইফুন নাহার খুশি ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া

চট্টগ্রাম:  মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের সম্মেলনের ২য় পর্বে কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে কমিটি গঠিত হয়েছে।

সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার সভাপতি পদে আবদুল মালেক খান, নির্বাহী সভাপতি পদে অ্যাডভোকেট সাইফুন নাহার খুশি ও সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়াকে নির্বাচিত করে ৬৬ সদস‍্যের কার্যকরী কমিটি ঘোষণা করেন।

 

চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি নূরে আলম সিদ্দিকী।  

রোববার ২৫ জুন বিকেলে সংগঠনের এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় কমিটি অনুমোদন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।