ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ আইপিটিভি-ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান সিইউজের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
অবৈধ আইপিটিভি-ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান সিইউজের চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

চট্টগ্রাম: দেশের আইন ও নীতিমালা অমান্য করে পরিচালিত আইপিটিভি-ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযানের প্রতি সমর্থন জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

এক বিবৃতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেছেন, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে অনলাইন গণমাধ্যম নীতিমালায় আইপিটিভি, ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা যাবে না বলে সুস্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও প্রচলিত আইন ও নীতিমালা লঙ্ঘন করে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধভাবে আইপিটিভি ও ইউটিউব চ্যানেল পরিচালনা করে আসছে।

এদের মধ্যে অনেকেই সাধারণ মানুষকে হয়রানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এদের কারণে বিভিন্ন জায়গায় সাংবাদিকতা পেশার মর্যাদাহানি হচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবৈধ আইপিটিভি-ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে সারাদেশে চলমান অভিযান অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।