ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দোহাজারী পৌর নির্বাচন: নৌকার প্রতিদ্বন্দ্বী মোমবাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ১, ২০২৩
দোহাজারী পৌর নির্বাচন: নৌকার প্রতিদ্বন্দ্বী মোমবাতি ...

চট্টগ্রাম: চন্দনাইশের দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে ২ জন মেয়র ও ৮০ জন কাউন্সিলর প্রার্থী প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।  

ঈদুল আজহার এই সময়ে তারা এলাকার ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।

দিচ্ছেন, নির্বাচিত হলে নানান উন্নয়নের প্রতিশ্রুতি। নতুন পৌরসভার মর্যাদা পাওয়া দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচন নিয়ে ভোটারদেরও বেশ আগ্রহ রয়েছে।

দোহাজারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. লোকমান হাকিম এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. জায়নুল আলম।  

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

সরেজমিন দেখা যায়, সামাজিক আড্ডায়, অনুষ্ঠানে, পাড়ায়-মহল্লায়, বাজার, অলি-গলিতে, চায়ের দোকানে প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে ভোট প্রার্থনা করছেন। সাধারণ মানুষের মুখে নির্বাচন নিয়ে চলছে আলোচনা।  

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আগামী ১৭ জুলাই দোহাজারী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, আগামী ১৭ জুলাই দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জনসহ মোট ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন উপলক্ষে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দোহাজারী পৌরসভার  ১৭ হাজার ৭৩০ জন পুরুষ, ১৫ হাজার ৮৫৬ জন মহিলা ভোটারসহ মোট ৩৩ হাজার ৫৮৬ জন ভোটারদের প্রত্যক্ষ ভোটে দোহাজারীর প্রথম পৌরপিতা তথা মেয়র, ৩ জন মহিলা কাউন্সিলর, ৯ জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত করবেন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুলাই ০১, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।