ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে পান বিক্রেতার মরদেহ উদ্ধার, যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
হাটহাজারীতে পান বিক্রেতার মরদেহ উদ্ধার, যুবকের আত্মহত্যা ...

চট্টগ্রাম: হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে সরওয়ার খান (৪৭) নামে এক পান দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১ জুলাই) গভীর রাতে ফতেয়াবাদের বালুরটাল এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

সরওয়ার চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের মুল্লুক শাহ হাজী বাড়ির মৃত মো. সেকান্দর সওদাগরের ছেলে।  

হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সুরতহাল শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই। পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।  

এর আগে শনিবার (১ জুলাই) সন্ধ্যায় হাটহাজারী পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব দেওয়ান নগরে মো. ফাহিম (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। তবে কি কারণে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।