ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে ঝর্ণায় বেড়াতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
মীরসরাইয়ে ঝর্ণায় বেড়াতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু  ...

চট্টগ্রাম: মীরসরাই উপজেলায় রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুইজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

রোববার (২ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

দুই জন শিক্ষার্থীরা হলেন, আফসার (১৫) ও আরিফ (১৮)। উভয়ের নগরের আকবরশাহ কলোনির বাসিন্দা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বাংলানিউজকে বলেন, রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে দুইজন শিক্ষার্থী পানিতে ডুবে যায়। রোববার (আজ) বিকেলে সাড়ে পাঁচটার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত সাড়ে আটটার দিকে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়:২২৫৫ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।