ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কাস্টমসে চলতি অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
চট্টগ্রাম কাস্টমসে চলতি অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব আদায় ...

চট্টগ্রাম: দেশের প্রধান রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে।

বিগত ২০২১-২২ অর্থবছরের ৫৯,১৫৯.৮৩ কোটি টাকার তুলনায় চলতি অর্থবছরে রাজস্ব আয় বেড়েছে ৩.৯০ শতাংশ।

 

চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ বলছে, চোরাচালান রোধ, জালিয়াতি বন্ধসহ শুল্ক ফাঁকি দেওয়া রোধে নানান উদ্যোগের ফলে রাজস্ব আদায় বেড়েছে। বাজেট পাসের আগে মে ও জুন মাসে গাড়ি আমদানি বেড়ে যায়।

এতে রাজস্ব আদায়ের পরিমাণও বাড়ে।  

কাস্টম হাউসের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে জুন মাসে ৬,৩৬৫.৭১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।  

এর আগে মে মাসে ৬,৩০৮.৯১ কোটি টাকা, এপ্রিলে ৪,৫৩৪.০৫ কোটি টাকা, মার্চে ৫,০৫২.৫২ কোটি টাকা, ফেব্রুয়ারিতে ৪,২৮৭.৭৯ কোটি টাকা এবং জানুয়ারিতে ৪,৭৪৪.৬১ কোটি টাকা রাজস্ব আয় হয়।

এছাড়া বিগত ডিসেম্বরে ৪,৩৮৮.০৫ কোটি টাকা, নভেম্বরে ৫,৪৭৯.৫৬ কোটি টাকা, অক্টোবরে ৪,৯১৮.৬৫ কোটি টাকা, সেপ্টেম্বরে ৫,১০৫.১৮ কোটি টাকা, আগস্টে ৫,৪৯৮.৪৮ কোটি টাকা এবং জুলাই মাসে আদায় হয় ৪,৭৮১.২১ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরে মোট ৬১,৪৬৪.৭২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।  

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সি বলেন, চট্টগ্রাম কাস্টম হাউসের ইতিহাসে ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে। এটি চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য মাইলফলক।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।