ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টাস্কফোর্সের অভিযানে ২৮ লাখ টাকার হেরোইন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
টাস্কফোর্সের অভিযানে ২৮ লাখ টাকার হেরোইন জব্দ ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে টাস্কফোর্স টিমের অভিযানে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

রোববার (৯ জুলাই) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে বিজিবির দুটি প্রশিক্ষিত কুকুর অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের এ হেরোইন উদ্ধার করে।

 

চট্টগ্রাম অঞ্চলের বিজিবি ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে বাসটি চট্টগ্রামের উদ্দেশে ছাড়ার সময় আমরা হেরোইনের চালানের খবর পাই। পরে বিশেষ প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে যাত্রীর ব্যাগ থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, অভিযানে ২৮ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। আমরা সন্দেহভাজন তিন যাত্রী, গাড়ির ড্রাইভার, সুপার ভাইজার ও হেলপারসহ ছয়জনকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেষে যদি সন্দেহ হয় তাহলে তাদেরকে গ্রেফতার দেখানো হবে।

বাংলাদেশ সময়: ২১5০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।