ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুই মাস ধরে বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেকে খুঁজে ফিরছেন সাইফুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
দুই মাস ধরে বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেকে খুঁজে ফিরছেন সাইফুল ...

চট্টগ্রাম: বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে আবু বকর ছিদ্দিককে (১৬) নিয়ে গত ১৪ মে সকালে বেরিয়েছিলেন সাইফুল আলম।  

কাজীর দেউড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ খেয়াল করেন ছেলে তার সঙ্গে নেই।

সে সময় থেকে ছেলেকে পাগলের মতো খুঁজছেন। কিন্তু দুই মাসেও মিলেনি তার খোঁজ।
 

সাইফুলের বাড়ি ভোলা জেলায় হলেও থাকেন সিআরবি কলোনিতে। দামপাড়া এলাকায় একটি ছোট চায়ের দোকানে চাকরি করে সংসার চালান। কাজ শেষে যতটুকু সময় পান ছেলেকে খুঁজেন নগরের অলি-গলিতে। ছেলে আবু বকর ছিদ্দিক হারিয়ে যাওয়ার পর ১৭ মে কোতোয়ালী থানায় একটি জিডিও করেন সাইফুল (জিডি নম্বর-২০০৪)।  

সাইফুল আলম বাংলানিউজকে বলেন, ছেলের মামা বোয়ালখালী থাকেন। সে ওখানেই ছিল। কিছুদিন আগে ডাক্তার দেখানোর জন্য এনেছিলাম বাসায়। নিজের অলক্ষ্যে হারিয়ে ফেললাম ছেলেকে। যখনই সময় পাই ছেলের খোঁজ করি। থানা থেকেও কোনো খবর পেলাম না। কেউ যদি খবর পান তাহলে ০১৮৩১৬৪৬০৩৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।