ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে টেম্পু-মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
বোয়ালখালীতে টেম্পু-মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পুর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী আহত হয়েছেন।

বুধবার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কানুনগোপাড়া সড়কের অলি বেকারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা সৈয়দপুর গ্রামের ফিরোজ আহমদের ছেলে মনছুর (৫০) ও মৃত নুরুল আমিনের ছেলে সাহাব উদ্দিন (৩৮)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়তা দাশ বলেন, আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।