ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের নিহত দুই ভাই

চট্টগ্রাম: রাউজানে আত্নীয়ের বিয়ের বাজার করতে শহরে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার সাভিসের এক কর্মীসহ দুইজন প্রাণ হারিয়েছেন।  

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার রাউজানের উরকিরচর বৈজ্জাখালী গেটে কাপ্তাই সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী দলই বাড়ির মন্টু চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৮) ও রাঙ্গুনিয়া উপজেলার বুড়ির দোকান এলাকার দোলন তালুকদারের ছেলে অন্তু তালুকদার (২৮)। তারা সম্পর্কে খালাতো ভাই।

 

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, মোটরসাইকেল আরোহী দুজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।  

তাদের মধ্যে জয় চৌধুরী কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী। বর্তমানে মরদেহ দুটি মর্গে রাখা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।