ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে ৪ জুয়াড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
কর্ণফুলীতে ৪ জুয়াড়ি আটক ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে ইছানগর ৭ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- ইছানগরের সাইদুল হক মেম্বার বাড়ির নুর আহমদের পুত্র সামির উদ্দিন (৩০), ইলিয়াছ মেম্বার বাড়ির মো. ইসমাইলের পুত্র নুর উদ্দিন (২৬), জাগির হাজী বাড়ির শের আলমের পুত্র মো. রিদওয়ান (৩৪) ও আরবান হাজী বাড়ির মৃত লোকমান হাকিমের পুত্র মো. জসিম।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ইছানগরের মেজর (অব.) আবদুল মান্নানের প্রজেক্টের পাশে লোহার ব্রিজের নিচে জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ।

পালানোর সময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।