ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিকলবাহায় ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
শিকলবাহায় ৫ কেজি গাঁজাসহ যুবক আটক ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় ৫ কেজি গাঁজাসহ সাহাব উদ্দীন সাবু নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার শিকলবাহা এলাকায় সদরঘাট নৌ’পুলিশ এবং কর্ণফুলী থানা পুলিশের এক যৌথ অভিযানে ওই মাদক কারবারিকে আটক করা হয়।

 

আটক সাহাব উদ্দীন শিকলবাহা ইউনিয়নের নবী হোসেনের পুত্র।  

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, শিকলবাহা এলাকায় অস্ত্র আইনের এক আসামিকে গ্রেফতারে অভিযান চালাতে গিয়ে আরেক মাদক কারবারি সাবুকে আটক করা হয়।

এ সময় তার কাছে ৫ কেজি গাঁজা ও নগদ সাড়ে নয় হাজার টাকা উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওনি) দুলাল মাহমুদ বাংলানিউজকে বলেন, শিকলবাহা এলাকা থেকে সাহাব উদ্দিন নামের এক মাদক কারবারিকে গাঁজা ও নগদ অর্থসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও মাদক আইনে একটি মামলা ছিল।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।