ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইতে ফুটবল খেলায় আহত কিশোরের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
মীরসরাইতে ফুটবল খেলায় আহত কিশোরের মৃত্যু  ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে ফুটবল খেলার সময় ঘাড়ে আঘাত পাওয়া কিশোর মোহাম্মদ রিয়াজুল ইসলাম সিফাত (১৩) মারা গেছে। স্থানীয় বিসিক শিল্পনগরীর মাঠে ফুটবল খেলার সময় শুক্রবার আহত হয় সে।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসারত অবস্থায় সিফাত বুধবার (১৯ জুলাই) ভোর ৬টায় আইসিইউতে মারা যায়।
  

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাখের ইসলাম রাজু বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, দুপুরে ছেলেটির জানাজা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটি দরিদ্র হওয়াতে একটি সরকারি ঘর দিয়েছিলাম আমরা।

রিয়াজুল ইসলাম মীরসরাই লতিফিয়া কামিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র। তালবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান সাজুর ছেলে সে। সিফাতের বাবা পেশায় গাড়িচালক। দুই ভাইয়ের মধ্যে সিফাত ছিল বড়।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।