ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলাকারীদের শাস্তি দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলাকারীদের শাস্তি দাবি ...

চট্টগ্রাম:  চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপি-জামায়াতের পরিকল্পিত হামলায় জড়িতদের শাস্তি দাবি করেছে মহানগর আওয়ামী লীগ।

বুধবার (১৯ জুলাই) মহানগর আওয়ামী লীগ নির্বাচনী কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।

 

সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মী বাহিনী পদযাত্রার নামে দলীয় প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে হত্যা করার লক্ষ্যে এই পরিকল্পিত হামলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা যাতে ধৈর্য্য ধারণ করে এবং ৩০ জুলাইয়ের নির্বাচনে জয়লাভের মাধ্যমে হামলার সুমচিত জবাব দেওয়া হবে। আগামীকাল ২০ জুলাই বিকেল ৩টায় প্রধান নির্বাচনী কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের এক আনুষ্ঠানিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

 

প্রতিবাদ সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দর ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মো. হোসেন, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, নজরুল ইসলাম বাহাদুর, সাইফুদ্দিন খালেদ বাহার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।