ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাইক্রোবাসে ৭০ হাজার ইয়াবা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
মাইক্রোবাসে ৭০ হাজার ইয়াবা, গ্রেফতার ২

চট্টগ্রাম: লোহাগাড়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাইক্রোবাসে ৭০ হাজার ইয়াবা পাচারের সময় চালকসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।  

বুধবার (৩০ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন, মাদারীপুর জেলার শিবচর থানার শিবচর পৌরসভা গুয়াতলা বাহেরচর এলাকার মৃত মোশারফ খানের ছেলে আরজু খান (৩৫) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে টিটু মিয়া (৪১)।  

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক করা হয়।

মাইক্রোবাসের দুইটি গ্যাস সিলিন্ডার মধ্যে একটি সিলিন্ডার গ্যাস ছিল, অন্যটিতে খালি ছিল। খালি গ্যাস সিলিন্ডার ভেতর থেকে ৭০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাইক্রোবাস চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।