ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদ্রাসাছাত্র নিখোঁজ, নালায় খুঁজছে ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
মাদ্রাসাছাত্র নিখোঁজ, নালায় খুঁজছে ফায়ার সার্ভিস ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের বাকলিয়া এলাকার আজিজিয়া মাদ্রাসার আলিফ হোসেন (১০) নামের এক ছাত্র নিখোঁজ রয়েছে।  

বুধবার (৩০ আগস্ট) বিকেলে মাদ্রাসা ভবনের ছাদে ওঠার পর থেকে নিখোঁজ সে।

মাদ্রাসা ভবন সংলগ্ন নালার পানিতে পড়েছে ওই ছাত্র এমন খবরে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস।

রাত সোয়া ১০টায় চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, সন্ধ্যা ছয়টা থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

আগ্রাবাদ থেকে ডুবুরি দল এসেছে। সিটি করপোরেশনের লোকজন এসেছে। আবর্জনা পরিষ্কার করছে।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নালায় এক বুক পানি। তবে কর্কশিটসহ আবর্জনায় ভর্তি। তারপরও আমরা চেষ্টার ত্রুটি করছি না।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।