ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বীর মুক্তিযোদ্ধা ওয়ালী উল্লাহ বেনু আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
বীর মুক্তিযোদ্ধা ওয়ালী উল্লাহ বেনু আর নেই

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (মিউনিসিপ্যালটির) সাবেক কমিশনার ও সিটি কলেজের সাবেক ভিপি (নৈশ) বীর মুক্তিযোদ্ধা ওয়ালী উল্লাহ বেনু (৭২) বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন) ।  

বৃহস্পতিবার বাদ আছর সিটি কলেজ তাঁর জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর গার্ড অব অনার সম্পন্ন হয়।

‌ পরে তাঁকে চৈতন্য গল্লি বাইশ মহল্লা কবরস্থানে দাফন করা হয়। ‌

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ভোরে তিনি বায়েজিদস্থ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ‌

তাঁর জানাজায় সাবেক চসিক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লা চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

এ সময় তাঁর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন  মরহুমের ভাই সেলিম উল্লাহ বাচ্চু ও পুত্র আলী উল্লাহ হিরু।  

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।