ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুকুরের জালে আটকে থাকা অজগর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
পুকুরের জালে আটকে থাকা অজগর উদ্ধার ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় পুকুরের জালে আটকে থাকা একটি ইন্ডিয়ান পাইথন প্রজাতির অজগর উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে অজগরটি উপজেলার চুনতি বন্যপ্রাণি অভয়ারণ্যে অবমুক্ত করা হয় বলে জানান রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন।

জানা গেছে, শুক্রবার (০১ সেপ্টেম্বর) রাতে বড়হাতিয়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় একটি পুকুরের জালে আটকে যায় ছয় ফুট  দৈর্ঘ্যের অজগরটি। স্থানীয় লোকজন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে খবর দেন।

এরপর রাত একটার দিকে অজগরটি উদ্ধার করেন চুনতি বন্যপ্রাণি অভয়ারণ্যের বিট কর্মকর্তা দ্বিজেশ চাকমা সহ সহকারীরা। শনিবার সেটি অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।