ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও নারীর স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছে ওজিএসবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও নারীর স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছে ওজিএসবি

চট্টগ্রাম: চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করা ছাড়াও সরকারের নীতি সহায়তা, মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবষ্টেট্রিকাল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ (ওজিএসবি)।  

সম্প্রতি নগরের একটি পাঁচ তারকা হোটেলে সংগঠনটির চট্টগ্রাম শাখার বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

 

এসময় বক্তারা মাতৃমৃত্যু কমানোর কৌশল হিসেবেও সংগঠনটি বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন।  

সেমিনারে বক্তারা বিভিন্ন জটিল স্ত্রী রোগ ও তার সমাধান নিয়ে আলোচনা এবং মতামত প্রদান করেন।

 

ওজিএসবি চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. কামরুন নেসা রুনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, প্রাইভেট মেডিকেল কলেজ মালিক সমিতির সহ-সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান ও প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. মোহাম্মমদ শরীফ।

সেমিনারে চমেবি উপাচার্য ইসমাইল খান বলেন, দেশের স্বাস্থ্যসেবার উন্নতিতে ওজিএসবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতেও অবদান রেখেছে বলে মন্তব্য করেন।  

এসময় ওজিএসবি চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. কামরুন নেসা রুনা বলেন, সেমিনারের মাধ্যমে চিকিৎসকবৃন্দ রোগীদের আর্ন্তজাতিক মানের সেবা প্রদানের দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। স্ত্রী রোগ চিকিৎসকদের সেবার মান বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞ গাইনী চিকিৎসকদের সর্বাধুনিক প্রযুক্তি ও জ্ঞান দিয়ে প্রশিক্ষিত করার চেষ্টা করেছি। এতে মাতৃমৃত্যুর হার কমবে এবং গাইনী চিকিৎসকরা রোগীদের জটিল সমস্যাগুলোর সমাধান দিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।