ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বাঙালিকে যুগে যুগে প্রেরণা জুগিয়েছেন রবীন্দ্রনাথ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
‘বাঙালিকে যুগে যুগে প্রেরণা জুগিয়েছেন রবীন্দ্রনাথ’

চট্টগ্রাম: জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী রবীন্দ্রসংগীত কর্মশালা।  

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে সকাল থেকে শুরু শুরু হওয়া এই কর্মশালায় শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

 

সাধারণ ও শিশু দুটি বিভাগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন শিল্পী বুলবুল ইসলাম, লাইসা আহমেদ লিসা ও সুকান্ত চক্রবর্তী।

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি বুলবুল ইসলাম বলেন, বাঙালির যাপিত জীবনে রবীন্দ্রনাথ এক অনিবার্য সত্তা। যুগে যুগে রবীন্দ্রনাথ বাঙালিকে প্রেরণা জুগিয়েছেন। তাঁর সৃষ্টির মধ্যেই আমরা নিজেদের অস্তিত্ব খুঁজে পাই। এজন্য শুদ্ধ রবীন্দ্র চর্চাও দরকার।  

কর্মশালায় পরিষদের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শিল্পী শ্রেয়সী রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শুক্রবার দুপুরে এই কর্মশালা শেষ হবে। পরে সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে 'আকাশে দু'হাতে প্রেম বিলায়' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে 'প্রান্তজনের প্রতি রবীন্দ্রনাথের দায় এবং পতিসর' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন পরিষদের নির্বাহী সভাপতি আতিউর রহমান। সংগীত পরিবেশন করবেন ঢাকার তিন জন অতিথি শিল্পী।

বাংলাদেশ সময়ধ ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।