ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সবজির বাজারে কিছুটা স্বস্তি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
সবজির বাজারে কিছুটা স্বস্তি  ...

চট্টগ্রাম: গত সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছে ১০-১৫ টাকা। এতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে নগরবাসীর।

কাঁচামরিচ, টমেটো, লাউসহ বেশকিছু সবজির দাম কমেছে এ সপ্তাহে।  

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে নগরের বিভিন্ন এলাকার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে বরবটি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।  

নগরের বহদ্দারহাট কাঁচা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ ১২০ টাকা, লাউ ৫০ টাকা, কচুর ছড়া ৭০ টাকা, শসা ৪০ টাকা, ক্ষিরা ৫০ টাকা, গাজর ১২০ টাকা,  টমেটো ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, পটল ৫০ টাকা, করলা ৭০ টাকা, ঢেঁড়শ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলছেন, চট্টগ্রামের বাহিরের অন্য জেলা থেকেও সবজি আসতে শুরু করেছে। তাই কিছু সবজির দাম কমেছে। অনেকগুলো সবজি বাড়তি দামে কিনতে হচ্ছে। তাই এসব সবজিও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।  

চকবাজারে প্রতিকেজি রুপচাঁদা ১ হাজার ৪০০, বাগদা চিংড়ি ৯৫০, পাবদা ৫০০, পোয়া মাছ ৪০০ থেকে ৫০০, কাতাল ২৮০, পাঙ্গাস ২০০, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।  

সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ব্রয়লার মুরগীর দাম বেড়েছে ১০ টাকা। গতসপ্তাহে ১৬০ টাকায় বিক্রি হলেও শুক্রবার স্থানভেদে বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়।

খাতুনগঞ্জে গত সপ্তাহে ৫৮ টাকা দরে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে৷ শুক্রবার পাইকারিতে বিক্রি হচ্ছে ৫২ টাকায়। কর্ণফুলী, কাজীর দেউড়ির খুচরা বাজারে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।