ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সম্মিলিত পেশাজীবী পরিষদের সন্দ্বীপের কমিটি গঠন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
সম্মিলিত পেশাজীবী পরিষদের সন্দ্বীপের কমিটি গঠন ...

চট্টগ্রাম: সম্মিলিত পেশাজীবী পরিষদের সন্দ্বীপ উপজেলার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সহ-সভাপতি ও  চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অ্যাডিশনাল জিপি) মোহাম্মদ সেকান্দর বাদশা ও সাবেক লিও জেলা ৩১৫-বি৪ এর লিও ইয়ুথ এক্সেস ও সাবেক লায়ন জেলার জোন চেয়ারম্যান লায়ন মো.মোমেনকে সদস্য সচিব করা হয়েছে।

 

সোমবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির কথা জানানো হয়। কমিটির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি ।

 

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাস্টার ফজলুল করিম বাবুল, ইঞ্জিনিয়ার সুজিত নন্দী, সবুর খান, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজওয়া সুলতানা, ইঞ্জিনিয়ার জুয়েল আফছার রায়হান, আব্দুল মান্নান, মাস্টার আফছার উদ্দিন, মাস্টার ইব্রাহিম ও ইব্রাহিম অপু।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।