ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ ৩ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ ৩ জন গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানাধীন কাঠঘর এলাকা থেকে ৪ হাজার লিটার চোরাই ডিজেলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।  

গ্রেফতারকৃতরা হলো- মো.বাদশা (৩৭), মো. আবু হানিফ (৩৪) ও মো.আল-আমিন (৩৯)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বাংলানিউজকে বলেন, চোরাকারবারীরা ট্রাকে চোরাই ডিজেল নিয়ে নগরের অলংকার এলাকা থেকে সী-বিচের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে কাঠঘর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়।

এসময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো.বাদশা, মো.আবু হানিফ ও মো. আল-আমিনকে গ্রেফতার করা হয়।

তাদের হেফাজতে থাকা ট্রাক থেকে অবৈধভাবে সংগ্রহকৃত ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা।  

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ, জ্বালানি বহনকারী লরি ইত্যাদি থেকে অকটেন ও ডিজেল সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।