ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

২২ বছর আগের হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
২২ বছর আগের হত্যা মামলায় একজনের যাবজ্জীবন  ...

চট্টগ্রাম: ২২ বছর আগে নগরের বন্দর থানা এলাকায় মো.আবু বক্কর বাচ্চুকে গুলি করে হত্যা মামলায় মো.নাসির উদ্দীন প্রকাশ রফিক নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি লোহাগাড়া থানার উত্তর আমিরাদ মাস্টারহাট আলী মিয়ার বাড়ির আবু আহম্মদ প্রকাশ রাজা মিয়ার ছেলে মো.নাসির উদ্দীন প্রকাশ রফিক। খালাসপ্রাপ্তরা হলেন- খোরশেদ আলম ও মামুন।

চট্টগ্রাম জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় হত্যা মামলায় আসামি মো.নাসির উদ্দীন প্রকাশ রফিককে যাবজ্জীন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

জানা যায়, ২০০০ সালের ১৩ অক্টোবর নগরের বন্দর থানার নয়ার হাট নেভী হল রোডে আব্দুল কুদ্দুসের দোকানের সামনে আবু বক্কর বাচ্চুকে পূর্ব শত্রুতার জেরে বিয়ার খাওয়ানোর কথা বলে কাটা রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তৎকালীন উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র কর্মকার বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০০১ সালের ১০ মে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।  

 বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।