ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প: থানা-অফিসের জায়গা পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প: থানা-অফিসের জায়গা পরিদর্শন

চট্টগ্রাম: দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু এখনো ঠিক হয়নি নিরাপত্তা বাহিনীর পুলিশ ফাঁড়ি ও থানা।

সেই সঙ্গে বিভিন্ন দফতরের অফিসও। এবার বিভিন্ন দফতরের অফিস ও নিরাপত্তা ফাঁড়ি করার জায়গা পরিদর্শনে গিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প এলাকা সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারি, পটিয়া, চকরিয়া, রামু ও কক্সবাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তারা।

এ সময়  উপস্থিত ছিলেন দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের অতিরিক্ত পরিচালক আবুল কালাম চৌধুরী, প্রধান ভূ সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী, চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জোবায়েদা আক্তার, ডেপুটি সিওপিএস তৌশিয়া আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্রেক) আরমান হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।